বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, চিত্রাংকন, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়কত এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, সুশীলনের উপজেলা সমন্বয়কারি দিপালী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দুর্যোগে করনীয় বিষয়ের ওপর ফায়ার সার্ভিস মোরেলগঞ্জের একটি টিম, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করেন। মহড়া প্রদর্শন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ।
Leave a Reply