কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবনে বিনা পাশে কাঁকড়া ধরার অপরাধে ৪জেলে কে আটক করেছে বনবিভাগ।
যানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধিনস্থ কোবাদক ষ্টেশনের সদস্যরা সকাল ৮টার দিকে সাপখালী নিশিদ্ধ খালে অভিযান চালিয়ে ৪ জেলে সহ ২টি নৌকা জব্দ করেছে।
এ সময় নৌকা থেকে কাঁকড়া ধরার ১০০ মিটার দোন-দড়ি উদ্ধার করা হয়।
কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন, গহীন সুন্দরবনের সাপখালী নিশিদ্ধ এলাকায় মাছ-কাঁকড়া স্বীকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অবস্থান করি। বৃঃহবার সকাল ৯টার দিকে নদীতে ২ নৌকা দেখতে পেয়ে দ্রুত নৌকার কাছে পৌছিয়ে তাদের আটক করি এসময় নৌকা ও অনন্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply