অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি
এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বে-সরকারী প্রতিষ্ঠান সিসিডিবি ও সিসিআরসি এর ইয়ুথ টিমের উদ্যোগে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় এর পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত সাঁতার প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী পুলিশিং ফোরামের সভাপতি মোল্লা আমজাদ হোসেন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, জি,এম দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এর উপজেলা সমন্বয়কারী সুজন কুমার, জগদীশ ও কংকন বৈরাগী প্রমূখ।
সাঁতার পরিচালনা করেন গাজী আব্দুল হাকিম।
সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আল মামুন, দ্বিতীয় স্থান অধিকার করেন গোলাম আজম, তৃতীয় স্থান অধিকার করেন সিসিআরসির ইয়ুথ টিমের টিম লিডার ইমাম হোসেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার উঠিয়ে দেন উপস্থিত অতিথিগণ।
Leave a Reply