উপকূলীয় প্রতিনিধিঃ
পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় মাছ,কাঁকড়া শিকারের সময় ছয় জেলেকে আটক করেছে বনবিভাগ। রোববার রাতে বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা মো. হাবিবুল ইসলামের নেতৃত্বে দোবেঁকীর আগরাকোনা, বালুইঝাকি ও তবলাকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় আটক জেলেদের ব্যবহৃত ৮টি নৌকা জব্দ করা হয়েছে বলে জানান বনবিভাগ।
আটক কৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার পাখিমারা গ্রামের সামছুর রহমান, সোহেল হোসেন, সুমন হোসেন, বকুল হোসেন, নজরুল ইসলাম ও মোসলেম আলী।
সহকারী বন সংরক্ষক এম,কে, এম ইকবাল হোছাইন চৌধুরী জানান আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে যেয়ে মাছ ধরছিল এমন খবর পেয়ে তাথখনিক অভিযান চালিয়ে সুন্দরবনের অভয়রণ্যো এলাকা থেকে নৌকা সহ আটক করা হয়।
তিনি আরো বলেন অভিযানের বিষয়টি বুঝতে পেরে কিছু সংখ্যক জেলে বনের মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের নৌকাগুলো জব্দ করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আটক জেলেসহ নৌকাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply