প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ৯:২৫ পি.এম
কোবাদক ফরেস্ট ও কয়রা কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৮কেজি হরিণের মাংস সহ পল্লী বিদ্যুৎতের ২ কর্মচারী আটক
আশরাফুল আলম কয়রা খুলনা থেকেঃ
কোবাদক ফরেস্ট স্টেশন ও কয়রা কোষ্টগার্ডের যৌথ অভিযানে ৮কেজি হরিণের মাংস সহ কয়রা পল্লী বিদ্যুৎতের ২ কর্মচারী কে আটক
করেছে।
এ সময় তাদের নিকট থেকে ১টি মোটর সাইকেল ও জব্দ করা হয়। বনবিভাগ সূত্রে জানাযায় শনিবার (৭ অক্টোবর ) সকাল ৮ টায় দিকে উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার ক্লিনিকের সামনে থেকে তাদেরকে হরিণের মাংস সহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বাগেরহাট সদর থানার সুর্যকান্ত দাসের পুত্র পলাশ কুমার দাস (৪৫) ও পিরোজপুর জেলার লেবুঝিলবুনিয়া গ্রামের আব্বাছ আলীর পুত্র মিলন (২৩) এরা ২ জন কয়রা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী।
কোবাদক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫