মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি:
পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার সদর মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং মামলা নিষ্পত্তিতে অগ্রণী ভূমিকা পালন করায় অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, মৌলভীবাজার সদর মডেল থানাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অদ্য ০৪/১০/২০২৩খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় পুলিশ অফিস কনফারেন্স রুমে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) বিশেষ পুরস্কারের ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদকে ।
অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।
মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, তাহার বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।
উল্লেখ্য যে, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী অত্র থানায় যোগদান করার পর ০৫ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং ০১ বার সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.