শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখায় ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
২২ শে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুজন বিশ্বাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল এর স্বাক্ষরিত এক পত্রে গৌরঙ্গ মন্ডলকে আহবায়ক করে ও শুভ মৃধাকে সদস্য সচিব করে এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম -আহবায়ক সুদীপ মণ্ডল, লিটন মাঝী, সুজয় মন্ডল, দেবব্রত মন্ডল, সুশান্ত কুমার মন্ডল। সদস্য মুন্না কুমার মন্ডল, সজীব কুমার গায়েন,বিশ্বজিত কুমার মাঝী, অমিত কুমার গায়েন, অর্ণব মন্ডল, প্রশান্ত মাঝী, জয় প্রসাদ মন্ডল, প্রকাশ মন্ডল, প্রদীপ মন্ডল, ব্রজ মোহন, কৌশিক মণ্ডল, মোহন মন্ডল, সুমন মাঝী, কনেক মন্ডল, বাপী মন্ডল,দেব কুমার মন্ডল, যোগেশ মন্ডল, সুমন রপ্তান,রতন কুমার গায়েন, রামকৃষ্ণ মন্ডল, শুভ মন্ডল, নিশীত মন্ডল, সৌরভ গায়েন, শেখর বৈদ্য।
এছাড়াও আগামী ০৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply