প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৮:৩৩ পি.এম
শ্যামনগর উপকূলে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে জলবায়ু ধর্মঘট করেছেন উপকূলের তরুণ জলবায়ু কর্মীরা
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীর পাড়ে ইয়ুথনেট, বনজিবি যুব সংগঠন ও সিসিআরসি ইয়ুথ গ্রুপ এর সহযোগিতায় ধর্মঘট অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথনেট ও সিসিআরসি ইয়ুথ গ্রুপের ইমাম হোসেন, শামীম হোসেন ও নাজমুল হোসেন,বনজীবী যুব সংগঠনের শরিফুল ইসলাম, সাকিব হোসেন, নাজিম রনি প্রমুখ।
তরুণ জলবায়ু কর্মীরা বলেন
যেভাবে প্রলয়ংকরী বন্যা, তাপ প্রবাহ ও দাবানল বিশ্ব জুড়ে চলছে তা রুখতে হলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতেই হবে। আমরা বৈশ্বিক উষ্ণায়নের বদলে যে সেদ্ধ হওয়ার যুগে প্রবেশ করেছি সেই আগুনে আর জীবাশ্ম জ্বালানি ঢালা যাবেনা।
নয়া জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হয়ে গেছে, আর নবায়নযোগ্য জ্বলানির উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ।
জলবায়ু কর্মীরা আরো দাবি তুলেন ,জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের অবিলম্বে ন্যায্য জ্বালানি রূপান্তর অত্যন্ত জরুরী।
আমরা যত বেশি অপেক্ষা করব, আমাদের পৃথিবী এবং আমাদের ভবিষ্যতের জন্য তত বেশি খরচ বাড়বে, ক্ষয়-ক্ষতি বাড়বে। নবায়নযোগ্য শক্তির প্রসার এবং ন্যায্য পরিবর্তনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি জরুরী। নতুন জীবাশ্ম জ্বালানিকে আমাদের না বলার এবং পরিচ্ছন্ন শক্তির বিকল্প গ্রহণ করার এখনই উপযুক্ত সময়।কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশের মানুষকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫