বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে দুদিনব্যাপী এই কর্মশালার উদ্ধোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের মহা ব্যবস্থাপক দীপংকর রায়, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধতন মুখ্য কর্মকর্তা মো. আব্দুুল্লা আল সাকিব, জেলা কর্মকর্তা তুষার কান্তি রায়।
কর্মশালা উদ্ধোধন কালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুত্ত দেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ ছিল ২০০৯ সালে একটি বাড়ী একটি খামার। পরবর্তীতে একটি বাড়ী একটি খামারের নাম পরিবর্তন করে পল্লী সঞ্চয় ব্যাংক করা হয়। বর্তমানে দেশের ৪৯০ টি উপজেলায় ১ লাখ ২০ হাজার গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে ৬০ লাখ সদস্যেকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত করাসহ সার্বিক উন্নয়নে পল্লী সঞ্চয় ব্যাংক গুরুত্বপূর্ন ভুমিকা রেখে চলেছে। বাগেরহাট জেলায় ২ হাজার ২৮২টি গ্রাম উন্নয়র সমিতির মাধ্যমে ৯১ হাজার ৭৭৮ সদস্যের ভগ্য পরিবর্তনে অসামান্য অবদান রেখে চলেছে।
জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ১৬১জন কর্মকর্তা কর্মচারী দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.