কয়রা প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে প্রথম বারের মতো কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভিটাস বাংলাদেশ এর অর্থায়নে ডরপ ইভলভ প্রজেক্টের সহযোগীতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্ধোধন করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউসুফ কবির।এসময় উপস্থিত ছিলেন ডরপ ইভলভ প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ হারুন অর রশিদ ও ইউপি সদস্য বৃন্দ।
মেলায় সুশীল সমাজের সিএসও এবং সাধারণ জনগণ উপস্থিত হন। মেলায় নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করার জন্য ৩ জন করদাতাকে ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয় এবং ২০০ জনের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।
মেলায় ৬ টি স্টলের আগত লোকজনের সেবা দেওয়া হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.