সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ
সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ কাপুড়িয়া পট্টিতে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ, এম বদিউজ্জামান সোহাগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার মোসলেম উদ্দিন,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোহাগ বলেন, জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল। আর আওয়ামীলীগ সরকার মোংলা বন্দরকে গতিশীল করেছে। এসময়ে জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন,আপনারা মনে মনে নিজেদের ইসলামের ধারক বাহক মনে করেন আর দেশে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী রিসার্স সেন্টার করেছেন জননেত্রী শেখ হাসিনা। আজ পদ্মা সেতুর যে সুফল আপনারা ভোগ করছেন তা আওয়ামীলীগের অবদান।
Leave a Reply