বাগেরহাট প্রতিনিধিঃ
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপদ্যকে সামনে রেখে বাগরহাটের মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৮ সেপ্টেম্বর (সোমবার ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমের তারেক সুলতান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ ডিজিএম অদুদ খন্দকার ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি প্রকাশ ও গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রম চালু রাখা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.