মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
কালিগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে।
আটকৃত মাদকব্যবসায়ীরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বাহার আলীর ছেলে আবু হাসান (২৭) ও মৌতলা ইউনিয়নের চরপানিয়া গ্রামের মৃত নাছির উদ্দিন মোল্লার ছেলে মশিউর মোল্লা বাবু (৩২)।
জানাযায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে থানার উপপরিদর্শক নকিব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুদলী গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় দুদলী গ্রামের জনৈক সাইদুল ইসলামের চালের মিলের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ আবু হাসান ও বাবুকে আটক করে পুলিশ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে রবিবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply