সাতক্ষীরার শ্যামনগরে পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টার সময় নিজ পোল্ট্রি খামারে। মৃত যুবক হলেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের কিসমত গাইন এর ছেলে আসাদুর গাইন (৩০)। এসময় তার ছোট ভাই রাশিদুল গাইন সাথে ছিলেন।
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন তারা দুই ভাই একসাথে পোল্ট্রির খামারে কাজ করছিলেন হঠাৎ করে বিদ্যুতের স্পষ্ট হলে ছোট ভাই দৌড় দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। কিন্তু তার ভিতরেই তার মৃত্যু হয়।
Leave a Reply