শ্যামনগর প্রতিনিধি।
পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথী উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রতিবারের ন্যায় শ্যামনগর উপজেলার নূরনগরে এবারও মহা সমারোহে পালন করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। নুরনগর সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের আয়োজনে নূরনগর ইউনিয়নের কৃষ্ণ ভক্ত বৃন্দের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় অত্র মন্দিরে মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা যোগে নূরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক কাটুনিয়া রাজবাড়ী ঐতিহাসিক শ্রীশ্রী গোবিন্দ দেব জিঁউ মন্দির সংলগ্ন হতে প্রদক্ষিণ করে নূরনগর সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় অত্র এলাকার ৬ থেকে ৭ শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষকে অংশগ্রহণ করতে দেখা যায়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিনে অত্র মন্দির আয়োজন করেছে ভাগবত আলোচনা, ভাগবত আলোচনায় ছিলেন আশাশুনি সবদল পুরের সুকোমল মল্লিক।
উক্ত শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নূরনগর ইউনিয়ন শাখার সভাপতি দেবাশীষ ঘোষ, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, অত্র মন্দির কমিটির সভাপতি সুধাংশু কর্মকার, সাধারণ সম্পাদক কাশীনাথ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পলাশ দেবনাথ, কাটুনিয়া রাজবাড়ী গোবিন্দদেব জিঁউ মন্দিরের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক আশুতোষ ঘোষ, উক্ত মন্দিরের সেবাইত শিশির মহারাজ, নূরনগর বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক শম্ভু কর্মকার, কোষাধ্যক্ষ কৃষ্ণ কর্মকার, নূরনগর আদর্শ গীতা স্কুলের শিক্ষক আশিষ মুখার্জি প্রমূখ।
Leave a Reply