প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৩, ২:৫৫ এ.এম
একশ কেজি চিংড়ি মাছ ও এক বোতল বিশ সহ একটি নৌকা উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা
উপকূলীয় প্রতিনিধিঃ
মঙ্গলবার দিন গত রাতে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে একটি নৌকা, অবৈধ ভেসালজাল,একশ কেজি চিংড়ি মাছ ও এক বোতল বিশ জব্দ করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন এর নেতৃত্বে। এসময় বন বিভাগের অবস্থান টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারকারীরা সুন্দরবনে ছিটকে পড়েন বলে কাওকে আটক করা সম্ভব হয়নাই বলে জানান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন।
উদ্ধার কৃত চিংড়ি মাছ বন বিভাগের কোবাদক স্টেশনে নিয়ে তা বিনষ্ট করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫