শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শ্যামনগরে শীর্ষ সন্ত্রাসী ও অরেনভুক্ত পালাতক তিন আসামী সহ সাতজনকে আটক করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৫ই আগষ্ট)রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বুধবার (১৬ই আগষ্ট) আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। শ্যামনগর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলা,পরোয়ানাভুক্ত ও মাদকদ্রব্যসহ ৫ জন আসামি আটক করে। আটককৃতরা হলেন, ১) মোঃ রফিকুল ইসলাম, পিতা-আব্দুল খালেক গাজী, সাং-ধুমঘাট (চরেরচক), ২) মোঃ আবুল হাসান, পিতা-মৃত জামাল উদ্দিন, সাং-পাতাখালী, ৩) মোঃ রাশিদুল গাজী (৪৫), পিতা-মোঃ আব্দুর রউফ গাজী, সাং-চিংড়াখালী, ৪) আব্দুল হাই (৪২), পিতা-মোঃ করিম মিস্ত্রী, সাং-রামগোবিন্দপুর, ৫) মোঃ রবিউল ইসলাম(২৮), পিতা-মোঃ নুরুল সরদার, গ্রাম- পাতাখালী।এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক সন্ত্রাসী সহ বিভিন্ন মামলার আটককৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.