সরণখোলা প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবন সরণখোলা রেঞ্জের বনবিভাগের সদস্যারা গোপন সংবাদ ভিত্তিতে সুন্দরবন থেকে ১টি মৃত হরিণ, ফাঁদ ও ২টি ট্রলারসহ ১১ হরিণ শিকারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর রাতে বাগেরহাট সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে তাদের কে আটক করে।
এ সময় তাদের কাছে থেকে একটি মৃত হরিণ, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও দুইটি ট্রলার জব্দ করেন বনবিভাগের সদস্যারা। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় আটক শিকারিদের শরোণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন।হরিণ শিকারিদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান পরিচালনা করে ১১ জন হরিণ শিকারিকে আটক করছেন। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ডিমের চরের বনে তল্লাশি করে হরিণ শিকারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ পাওয়া গেছে। এবং ফাঁদে আটকে থাকা একটি মৃত হরিণ উদ্ধার করছে। এছাড়া তাদের দুইটি ট্রলার জব্দ করেছে।তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার (১১ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.