সাগর তালুকদার রনি,বাগেরহাট প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে ঘর পেয়েছেন আরও ৭৯ পরিবার। ৯ আগস্ট (বুধবার) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উপকারভোগীদের কাছে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠিত দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারী কমিশনার ভুমি আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) শাহ জাহান আলী, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, জোনাল ম্যানেজার পল্লী বিদ্যুৎ ওয়াদুদ খন্দকার, যুব উন্নয়ন কর্মকর্তা রতন দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মাদ শফিকুর রহমান, আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্হ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল,ইউপি চেয়্যারম্যান হুমায়ন কবির মোল্লা,সাইফুল ইসলাম,রিপন চন্দ্র দাস, মোরেলঞ্জ পৌর প্রেস ক্লাব সভাপতি শাহ-আলম তালুকদার, সাধারণ শম্পাদক এনায়েত করিম রাজিব, সাংবাদিক আরিফ তালুকদার, টি এম রনী সাগর প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.