কাজী সাব্বির , ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমতা ইউনিয়ন নান্দেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধামরাই উপজেলা জাতীয় পার্টির সদস্য মো. খোরশেদ আলম মাষ্টারের সভাপতিত্বে অতিথি হিসোবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান মিলন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাই আসনে জাতীয় পার্টি (লাঙ্গল) এর মনোনয়ন প্রত্যাশী মো. আহছান খান আছু। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল মালেক। অনুষ্ঠানের প্রধান বক্তা আহছান খান আছু বলেন, আমি এই ধামরাইয়ের সন্তান। ধামরাই উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে আমি কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে যখন ডাকবেন তখনই পাবেন ইনশাল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা জাতীয় যুব সংহতি সদস্য সচিব দেওয়ান আনিছুর রহমান সাহাজাদা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ধামরাই উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা জেলা জাতীয় যুব সংহতি যুগ্ম আহবায়ক মো. আবুবক্কর, চৌহাট ইউনিয়ন সভাপতি মো. খলিলুর রহমান কহিনুর, জাতীয় ছাত্র সমাজ ধামরাই উপজেলার সহ সভাপতি রিদুল সরকার টিপু প্রমুখ ।
Leave a Reply