খুলনা প্রতিনিধি :
খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ও মধুপুর ইউনিয়নে খুলনা জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফের শনিবার বিকালে তৃনমূল ছাত্রলীগের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় সেখানে সাবেক ও বর্তমান অনেক ছাত্রলীগের উপস্থিতে নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূল ছাত্রলীগকে সামনে থেকে কাজ করতে হবে,ঘরে ঘরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমুলক কর্মকাণ্ডগুলো প্রচার করলে মনে হয়না নৌকায় ভোট চাওয়ার আর দরকার হবে।কারন জননেত্রী শেখ হাসিনা যে কাজ করেছেন তা বাংলাদেশের জন্য এযাবৎ কালে সর্বোচ্চ।
তার সফরসঙ্গী হয়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মনিশংকর মন্ডল,আসিফ মল্লিক,রওনাকুল ইসলাম রনি,মাহাবুব,তুর্য ঘোষ,আরিফুল ইসলাম,জি এম সাদী,প্রিতীপ্রসুন প্রমুখ
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.