আটুলিয়া শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিন বন্ধু আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে আটুলিয়া ইউনিয়নের কাছারিব্রিজ এলাকায় তিন বন্ধু মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় সাগর হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হন তারা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, কাছারিব্রিজ এলাকায় তিন বন্ধু মাগরিবের নামাজ আদায় করতে যাওয়ার সময় হঠাৎ ১৬-১৭ বছর বয়সের দুই কিশোর ব্যাটারি চালিত ইজিবাইক থেকে নেমে এসে এক বন্ধুর উপর চড়াও হয়। এবং মুখে বলতে থাকে রাস্তার উপর কেন হাঁটছিস।
এসময়ে ঐ শিক্ষার্থীর সঙ্গে থাকা অপর দুই বন্ধু বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় আরো অন্তত ১০ থেকে ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য এসে তাদের পর অতর্কিত হামলা চালায়। তাদের মারধর করে।
হামলাকারীদের অধিকাংশের বয়স ১৫-১৭ বছরে মধ্যে বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আমি এ বিষয়ে শুনেছি তাদের খোঁজ খবর নিচ্ছি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.