মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিএনআরএস এর উদ্যোগে মুন্সিগঞ্জ সিএনআরএস অফিস হলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠেয় আলোচনা সভা থেকে ১০ টি পুকুরে জি-৩ রুই প্রজাতির মাছ বিতরণ করা হয়েছে।
মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী, ধানখালী, জেলেখালি গ্রামে খননকৃত দশটি পুকুর মালিকদের নিকট জি-৩ জাতের রুই মাছ বিতরণ- বিতরণকালে আলোচনা সভায় সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়াদ্দার, প্রকল্প ম্যানেজার জিসিএ স্বরন কুমার চৌহান, বি৪আরএল প্রকল্পের ফিল্ড ম্যানেজার এনামুল কবীর, প্রতিবেশ প্রকল্পের কর্মকর্তা শহীদুল ইসলাম, নাজিম আহম্মদ, তৌহিদ, শাহিনুর রহমান প্রমুখ উপকারভোগী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply