সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শনিবার দুপুর ২টায় সময় শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম.কে.এম ইকবাল হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামনগর থানার এসআই পিংকু রায়,টুরিস্ট পুলিশ এর এসআই সুজিত কুমার দাস,এএসআই রবিউল ইসলাম, শ্যামনগর এশিয়ান টিভির প্রতিনিধি মেহেদী হাসান মারুফ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন, সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন, উপকূলীয় প্রেসক্লাবের সহ-সভাপতি উৎপল কুমার মন্ডল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আল-হুদা মালী, সাংগঠনিক সম্পাদক এস এম সাহেব রেজা, ক্যাশিয়ার বিভাষ মন্ডল, কার্যকারী সদস্য শহীদুজ্জামান, লিয়ন, সদস্য রবিউল ইসলাম, শাহিনুর আলম, মোবাশ্বির রাকিব,আশিকুর রহমান আশিক, সহ আরো অনেকে। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় গ্রামবাংলার ঐতিহ্য জারি গান অনুষ্ঠিত হয়।
Leave a Reply