কয়রা খুলনা প্রতিনিধি
কয়রা উপজেলার সদরে সামি সু ষ্টোর এ ভয়াবন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ব্যাবসায়ীরা জানায়, দোকানের শার্টারের ভিতর দিয়ে কালো ধূয়া ও দূরগন্ধ দেখতে পেলে লোকজন চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন কয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাজারের ব্যাবসায়ী ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সামি সু ষ্টোর এর মালিক মোঃ মাসুদুর রহমান জানান। আমার দোকানের ভিতরের বিদ্যুৎ লাইন থেকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের আমার দোকানের নগদ টাকা, ও আসবাব পএ, জুতা সামগ্রী পুড়ে ছাড় হয়ে গেছে। এতে আমার আনুমানিক ৯ থেকে ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
কয়রা ফারায় সার্ভিসের ইনচার্জ মোঃ গোলাম মোস্তাফা বলেন, খবর পেয়ে সাথে সাথে টিম নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হই। আগুন
নিয়ন্ত্রণে আমাদের দুইটা ইউনিট কাজ করে। আগুনের সুএপাত শর্ট সার্কিট থেকে ঘটেছে বলে তিনি বিষয়টা নিশ্চিত করেছেন
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.