বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাশকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি মো. শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সহসভাপতি ইসরাত জাহান, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাংবাদিক শওকত আলী বাবু, মো. কামরুজ্জামান, এস এম শামসুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে গনমাধ্যমের কর্মীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকেন। বাগেরহাটে তার দায়িত্ পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাগেরহাটের নানা সমস্য ও সম্ভাবনার কথা তুলে ধরে জেলা প্রশাসককে সার্বিক সহযোগীর আশ্বাস প্রদান করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.