প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ৯:৫৪ পি.এম
শ্যামনগরে জাতীয়তাবাদী যুবদলের কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫/৬ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ২২ শে জুলাই শনিবার বিকাল ৪ টায় আড়পাংশিয়ার সর্বজনীন রাশ মন্দিরের মাঠে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার জোরদার এর উপস্থিতিতে উল্লেখিত কমিটির সদস্যরা প্রতিবাদ করেন।
উল্লেখিত কমিটির সদস্যরা অভিযোগ করে বলেন, আমরা ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য আমাদের বাপ দাদারা সবাই আওয়ামীলীগ করে। আমাদের অগোচরে কে বা কারা আমাদেরকে হয়রানি করার জন্য, গাজী আব্দুস সালাম আহবায়ক বুড়িগোয়ালিনী, মামুন ও মো হেলাল উদ্দিন এর নামে সিল প্যাড সম্মিলিত যুবদলের একটি কমিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের নজরে আসে, আমরা সঙ্গে সঙ্গে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে অবহিত করি।
কমিটির সদস্যরা হলেন পাঁচ নম্বর ওয়ার্ডের আড়পাঙ্গাশিয়া গ্রামের প্রভাস চন্দনের ছেলে রমেশ চন্দ্র, বিহারী লালের ছেলে খোকন চন্দ্র, সুভাষ চন্দ্র ছেলে প্রসেনজিৎ চকিদার (রাগা),দীনদয়ালের ছেলে ঠাকুর চরণ মন্ডল, হারান চন্দ্রের ছেলে কিনুরাম মন্ডল, ও ৬ নম্বর ওয়ার্ডের দুর্গাভাটি গ্রামের নরেন্দ্রনাথ এর ছেলে নিত্যানন্দ মন্ডল, পদ্মচরণের ছেলে প্রদীপ কুমার মন্ডল, ও বলরাম মন্ডল।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অভিযোগ করে বলেন, আমার জানামতে, অন্য কোন দল মতে জড়িত না কে বা কারা আমাকে হেও প্রতিপন্ন করা সহ ৫/৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ করার জন্য এ কাজ করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫