বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি মোঃ জসিম শেখ (৪০)কে আটক করেছে পুলিশ।বুধবার(১৯ জুলাই) সকাল সাড়ে আটটার সময় উপজেলার চর-চিংগুড়ি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি চর-চিংগুড়ি গ্রামের মোঃ বিল্লার শেখের ছেলে।
বুধবার(১৯ জুলাই)দুপুর আড়াইটার সময় চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্বিত্তে সংগীয় এস আই সঞ্জয় মন্ডল, এ এস আই এফরান হোসেন,এ এস আই জিয়ারুল ইসলাম ও ফোর্স সহ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি মোঃ জসিম শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.