শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার কাঠালবাড়িয়া আদর্শ গ্রাম (এ.জি) মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ৫ কোটি টাকা ব্যায়ে ৫ম তলা বিশিষ্ট ভবন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
১৬ জুলাই (রবিবার) সকাল ১১টার সময় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবড়ী এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ৫ তলা বিশিষ্ট ভবনের শুভ উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত ও গীতা পাঠ করা। এসময় প্রধান অতিথি জগলুল হায়দারের লেখা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী আরিয়া বিনতে আজাহার।
কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা সহকারী প্রকৌশলী (শিক্ষা) হাসিব শেখ,উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী।
বিশেষ অতিথি অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মূখার্জী, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ডা: মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমশের ঢালী, সাধারন সম্পাদক আবুল হোসেন, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু পতিত পাবন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব আবুল বাসার, শিক্ষক পরিমল কর্মকার,শিক্ষক আব্দুল্যাহ সিদ্দিক, যুবনেতা এস এম ফেরদাউস হায়দার, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ।
Leave a Reply