প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ১০:০৫ পি.এম
কালিগঞ্জে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ১৬ শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ১৩ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, "বঙ্গবন্ধুর গড়া স্বাধীন দেশের নাগরিক আমরা, স্বাধীন এ দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন-আমাদের পরিবর্তন দরকার, তিনি তা করেছেন। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে, বাল্যবিবাহকে না বলতে হবে।
অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাজী মিজানূর রহমানসহ শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫