প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ৮:৩৩ পি.এম
আন্তঃ ইউনিয়ন গাবুরা অমর স্মৃতি প্রিমিয়ার মিনি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেল অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) বিকেল ৫ টায় শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের চকবারা সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন এর আয়োজনে
অমর স্মৃতি সংঘের মাঠে ১৬ দলীয় নক আউট ভিত্তিক মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গাবুরা ইউ পি সদস্য জি, এম আবিয়ার রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য জি,এম,মন্জুর হোসেন,
গাবুরা ওয়েল ফেয়ার এর কেন্দ্রীয় সভাপতি
হাবিবুল্লাহ আল মামুন,
মাষ্টার মোঃ ফরহাদ হোসেন প্রমূখ।
আন্ত: ইউনিয়ন অমর স্মৃতি প্রিমিয়ার মিনি-বার ফুটবল টুর্নামেন্ট -২০২৩
সিজন -- ৫ এর সেমিফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন
সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন বনাম
চকবারা সি এস ক্লাব।
সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন ২--০ গোলে চকবারা সি এস ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।
ধারাভাষ্য ছিলেন
গাজী মুহিব, আশরাফুল ইসলাম, আসিফুর রহমান,এম এম,আব্দুস সামাদ আজাদ।
খেলাটি পরিচালা করেন এম, এম, মাসুম বিল্লাহ আযাদ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫