নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার, ১২ জুলাই ২০২৩
গাবুরায় নাবিকের সহায়তায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার ১২ জুলাই। গাবুরার ৯নং সোরা হরিসখালী নদীপারঘাটে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দিনব্যাপী এই নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেবা ক্যাম্পে চিকিৎসার জন্য গাবুরার বিভিন্ন এলাকা থেকে আগত সকল বয়সের ১০২ জন রোগী ফ্রী ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন। পাশাপাশি দুস্থ্য রোগীদের ফ্রী ডায়বেটিস পরীক্ষাও করা হয়। দিনব্যাপী সেবা ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিয়মিত ভাবে রোগী দেখেন মেডিসিন ও ডায়বেটিসরোগে অভিজ্ঞ ডাঃ আমিনুল ইসলাম (এমবিবিএস,ঢাকা)। উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী ডাঃ সামিয়া রশিদ, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’র গাবুরা ইউনিয়ন সুপারভাইজার মনিরুল ইসলাম, সিনিয়র অ্যানিমেটর আবু তালেব সাগর সহ ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’র অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সেচ্ছাসেবকগন। দ্বীপ ইউনিয়ন গাবুরার যোগাযোগ ব্যবস্থা চরম খারাপ থাকায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রবাসী দাতব্য সংস্থা “নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি” নাবিক এর আর্থিক সহযোগিতায় গর্ভবতী নারী, প্রসুতি মা ও শিশুসহ অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গাবুরা ডুমুরিয়া বাজারে একটি স্থল ক্লিনিক ও দ্বীপ ইউনিয়ন গাবুরার নদীতে একটি ভাসমান নৌযানের মাধ্যমে কেন্দ্র পরিচালনা করেন ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। সংস্থাটি এক দশকেরও বেশি সময় গাবুরা ইউনিয়নে শিশু সুরক্ষা প্রকল্প নামে ৩০০ শতাধিক অনাথ শিশু পুনর্বাসন করে আসছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.