নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরনের লক্ষ্যে জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহিত দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রাণিসম্পদ দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরন প্রকল্প এর প্রকল্প পরিচালক ডা: মোঃ আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ।
এ সময় সাতক্ষীরা জেলার সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাগণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরন প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা মমতাজ পারভীন, তালা উপজেলা সেলিনা আক্তার, কালিগঞ্জ উপজেলা সুকান্ত দাশ, আশাশুনি উপজেলা সুকুমার বৈদ্য, শ্যামনগর উপজেলা সুভাস বৈরাগী, কলারোয়া উপজেলার সুমন মোস্তফা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার নিরাপদ খাদ্য নিশ্চিতকরনের লক্ষ্যে কসাইখানা পরিদর্শন এবং ৪ টি জুনোটিক রোগে আক্রান্ত গবাদীপশু জবাই থেকে বিরত রাখা ও সুস্থ্য সবল গবাদীপশু জবাই করার নির্দেশনা প্রদান, গবাদীপশুর ভ্যাক্সিনেশন, এবং ৪ টি জুনোটিক রোগ তড়কা, টিবি, ব্রুসেলোসিস ও জলাতঙ্ক রোগের সার্ভিলেন্স কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরন প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.