বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ পানি সংরক্ষনের জন্য আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২৫৭ টি হতদরিদ্র পরিবারকে পানির ট্যাংকি দেয়া হয়েছে।
সোমবার (১০ জুলাই) বেলা ১০ টায় স্হানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশনের পানি ও পয়নিষ্কাশন প্রকল্পের মাধ্যমে মোরেলগঞ্জ পৌরসভা, সদর ইউনিয়ন, জিউধরা, বারইখালী, খাউলিয়া ও নিশানবাড়িয়ায় দু’দফায় বিনামূল্যে এসব পানির ট্যাংকি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সংস্থাটির প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়, স্বপন হালদার, রিপন হালদার। এ সর্ম্পকে ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস বলেন, ওয়ার্ল্ড ভিশন এ উপজেলায় ২০১০ সাল থেকে শিশু নিরাপত্তা,
মা ও শিশুর স্বাস্থ্য, পানিও পয়নিষ্কাশন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র পরিবারদের নিয়ে কাজ করে আসছেন। এসব পরিবারের সুপেয় পানি ব্যবহার নিশ্চিত কল্পে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য ১৫শ’ লিটারের একটি করে পানির ট্যাংকি বিনামূল্যে ২৫৭ পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
Leave a Reply