এম এ হালিম শ্যামনগর থেকেঃ
শনিবার বিকেলে শ্যামনগর বংশীপুর বাস স্টান সংলগ্ন শ্যামনগর থানার এস আই আরিফুর রহমান ফরাজী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি।
এস আই আরিফুর রহমানের মটর গাড়ি চালক বলেন
সরকারি দ্বায়ীত্ব পালনে উপজেলার হরিনগর থেকে থানায় ফিরে আশার সময় আনুমানিক বিকেল ৪টার দিকে বংশীপুর তেল পাম্পের কাছাকাছি আশা মূহুর্তে অতর্কিতভাবে
কিছু শীর্ষ সন্ত্রাসী থানা পুলিশের এস আই আরিফুর স্যারের উপরে হামলা চালিয়েছে।
হামলা চালনোর সময় তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র (হাতুড়ী,সেলাইরেঞ্চ) দিয়ে মারতে শুরু করে।
এই হামলায় জড়িত থাকা দুই জন কে আটক করেছে পুলিশ।আটকৃতরা হল মোস্তকিন গাজী ও শাকিল হোসেন। তবে অভিযোগ সূত্রে জানাযায় হামলাকারী গণ স্থানীয় বিএনপি সমর্থক।
তবে হামলার বিষয়ে শ্যামনগর থানা পুলিশের এস আই আরিফুর রহমান ফরাজীর কাছে জানতে চাইলে এস আই বলেন কিছু বুঝে উঠার আগেই আমার উপর হামলা করেন।
Leave a Reply