মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ
উৎসবমূখর পরিবেশে কালিগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে সাতক্ষীরা লেক ভিউয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সময় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক আহাদুজ্জামান আহাদ, সদস্য যথাক্রমে আফজাল হোসেন, আবু বক্কর সিদ্দীক, ফজলুল হক, আবুল কালাম বিন আকবরসহ প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে অতিথিবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.