গাবুরা(শ্যামনগর) প্রতিনিধিঃশনিবার ( ৮ জুলাই ২০২৩) বিকেল চার টায় শ্যামনগর উপজেলার গাবুরা চকবারা সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন এর আয়োজনেঅমর স্মৃতি সংঘের মাঠে ১৬ দলীয় নক আউট ভিত্তিক আন্তঃ ইউনিয়ন চকবারা অমর স্মৃতি প্রিমিয়ার মিনি ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল খেলায় সভাপতিত্ব করেন কে এম রুহুল কুদ্দুস,অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান,
সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশনের সভাপতি নাছিম সাহাদাত, সাধারণ সম্পাদক গাজী আবু রায়হান, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ ফরহাদ হোসেন বাবুল,
উপস্থিত অতিথি গণ বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার মধ্যে রাখতে হবে যুবসমাজের সকল যুবকে তাহলে গাবুরা ইউনিয়ন হবে একটি মাদক মুক্ত ইউনিয়ন।
অনুষ্ঠান শেষে সমাজের সকল কে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান করেন ফরহাদ হোসেন।
আজকের খেলার রেজাল্ট সেমিফাইনাল প্রথম খেলা-----
এ" গ্রুপ বিজয়ী:: চকবারা অমর স্মৃতি সংঘবি" গ্রুপ বিজয়ী:: গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবচকবারা অমর স্মৃতি সংঘ ১-০ গোলে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে।খেলাটি পরিচালনা করেন এম,এম,মাসুম বিল্লাহ আযাদ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.