নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর গ্রামে বিগত প্রায় ২-৩ মাস আগে এক মৎস্য ঘেরীতে বিল্লাল হোসেনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় বিল্লাল হোসেনের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার আসামি আলমগীর হোসেন সহ সকল আসামীর জামিনে মুক্তি পাওয়ার পরে বিল্লালের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। এই বিষয় জাহাঙ্গীর ইতিপূর্বে আসামিদের বিরুদ্ধে থানায় জিডিও করছিলো তার পরিপ্রেক্ষিতে। গত শনিবার ভোর চারটার দিকে বিল্লালের ভাই জাহাঙ্গীর হোসেন বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আলমগীর এর পেটুয়া বাহিনী জাহাঙ্গীর এর উপরে আক্রমণ করে। জাহাঙ্গীর জীবন বাঁচাতে দৌড় দিলে পেছন থেকে জাহাঙ্গীরকে বিল্লাল হত্যা মামলার অন্যান্য আসামিরা এলোপাথাড়ি দেশিয় অস্ত্র ( দা) দিয়ে কপিয়ে জখম করে। জাহাঙ্গীর ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। জাহাঙ্গীর এর অবস্থার অবনতি হলে শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি তিনি শুনেছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.