পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ ইউনিয়নের গ্যারেজ বন্ধু মহলের উদ্যোগে আজ শুক্রবার ঈদ পরবর্তী দিনে জমকলাো ঈদ আনন্দের মধ্যো দিয়ে ৮ দলীয় কেরামবোড খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডে ৪ টি দলে খেলা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালে ২ টি দল বিজয়ী হলে। ফাইনালের মুখোমুখি লড়াই করে দুটি দল, একটি দলের পক্ষে নেতৃত্বে কুদরত -ই -এলাহী অফারটি মহাসিন গাজী। চলমান ফাইনাল খেলার দর্শক মঞ্চে বিচারক হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞ আদালতের দায়েরা জজ আনিছুর রহমান, শিক্ষক মোহাদ্দেচ্চুর রহমান, জি এম শাহীনূর রহমান,উপকৃষি পরিদর্শক পারভেজ জামাল হোসেন, সমাজসেবক ইসরাফিল হোসেন। জাহাঙ্গীর আলম খলিফা গাজী প্রমুখ।দর্শক মনোরঞ্জনে ঈদ আনন্দে পরবর্তী সময়ে দেশ-বিদেশের বন্ধুবান্ধবসহ স্থানীয় বন্ধু মহলের উদ্যোগে ঈদ আনন্দে জমে উঠেছে কেরাম বোর্ড খেলার প্রতিযোগিতা।
সেরা বিজয়ী দলের জন্য সম্মানজনক পুরস্কার তুলে দেবেন পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
Leave a Reply