নিজস্ব প্রতিনিধি:
ছবিটি দেখে প্রথমে অনেকে অবাক হতে পারেন, কারন লাঠি হাতে একজন চেয়ারম্যান রাস্তায় কি করছেন। কিন্তু যা ভাবছেন তা নয়। এটি দেবহাটা উপজেলার গরুহাট এলাকার প্রধান সড়কের রবিবার বিকালের ছবি। প্রতি রবিবার দেবহাটার উত্তর পারুলিয়া এলাকায় অবস্থিত হাট বসে। এই হাটের নাম পারুলিয়া গরুহাট হলেও এখানে গরু, ছাগলের পাশাপাশি বিভিন্ন প্রকার জিনিসপত্র বিক্রি হয়। আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে দক্ষিণ বঙ্গের পারুলিয়ায় বিরাট পশুরহাট হয়ে থাকে। আর এবছর ঈদের আগের শেষ হাট ছিল ২৫ জুন রবিবার। সে কারনে হাট উপলক্ষে জেলা ও জেলার বাহিরের অসংখ্য মানুষ আসেন এখানে পশু ক্রয়-বিক্রয়ের জন্য। কিন্তু হাট টি সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক লাগোয়া হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সব শ্রেণির মানুষ। এবছর ঈদের আগের হাটে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় সকাল থেকে। এ খবর পেয়ে ছুটে আসেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ ইউপি সদস্যরা। যানজট দেখে নিজেই লাঠি হাতে সড়কে নেমে পড়েন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। রবিবার দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত টানা ৪/৫ ঘন্টা লাঠি হাতে নিয়ে ট্রাফিকের মত যানজট নিরাশনে কাজ করছেন তিনি। এসময় তার সাথে কাজ করতে দেখা গেছে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, গ্রামপুলিশ আল আমিন হোসেন, অনিক হোসেন, আব্দুল কাদের সহ কয়েকজন। এমন পরিবেশ দেখে সকলে মুগ্ধ। একজন জনপ্রতিনিধি মানুষের সেবা দিতে এভাবে মাঠে নামায় সকলের কাছে প্রশংসা কুড়িয়েছেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.