নিজস্ব প্রতিনিধি:
ট্রাক থেকে ত্রিপোল চুরির অভিযোগে এক হেলপার গোলাম মোস্তফা (৪০) কে অমানসিক পিটিয়ে জখম করা হয়েছে। এঘটনায় ভাড়াশিমলা গ্রামের জুব্বার আলী গাজী ছেলে ভূক্তভোগী আহত হেলপার নিজেই বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরার কুকাডাঙ্গা গ্রামের ট্রাক ড্রাইভার মুকুল হোসেন (৩৫), কালিগঞ্জে খামারপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে শাকিরুল ইসলাম (৩৮) সহ অজ্ঞাতনামা ২/৩ জন গত ২৪ জুন দুপুরে গোলাম মোস্তফার বাড়িতে আসে। তার সাথে কথা আছে বলে তারা কালিগঞ্জ থানাধীন কুকাডাঙ্গা এলাকায় নিয়ে আসে গোলাম মোস্তফাকে। এসময় ট্রাক থেকে ত্রিপল চুরির বিষয়ে তার কাছে জানতে চেয়ে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে কাঠের বাটাম, বাঁশের লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে মারপিট শুরু করে। শাকিরুল তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিলে মুকুল হোসেন বুকের উপর উঠে গলায় পা দিয়ে শ্বাসরোধ করতঃ হত্যার চেষ্টা করে। একই সাথে গোলাম মোস্তফার কাছে থাকা একুশ হাজার সাতশত টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। পরে পথচলতি মোটরভ্যান যোগে স্থানীয়দের সহযোগীতায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত গোলাম মোস্তফাকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গোলাম মোস্তফা জানান, আমাকে মিথ্যা ভাবে ফাঁসানোর জন্য নাটক সাজিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে। মুকুল হোসেন ড্রাইভার একজন মাদকসেবী। আমাকে হত্যার উদ্দেশ্য তারা নির্যাতন করেছে। আমি অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.