প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ৪:৫২ পি.এম
মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে নিহত মন্টুকে কেন্দ্র করে সংবাদ কর্মী মিজানুর রহমান মিথ্যা মামলায় গ্রেফতার, নিঃশর্ত মুক্তির দাবি স্থানীয়দের
সুন্দরবনে মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হওয়াকে কেন্দ্র করে মিথ্যা মামলায় দৈনিক পত্রদূত পত্রিকার গাবুরা ইউনিয়ন প্রতিনিধি ও উপকুলীয় প্রেসক্লাবের সহ সভাপতি মিজানুর রহমান মিজানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ (১৯জুন) রাতে।
জানা যায়, গত ১ এপ্রিল মাঝি নজরুলের নৌকায় সুন্দরবনে মধু কাটতে যান বাঘের আক্রমণে নিহত হওয়া মন্টু গাজী। কিন্তু মধু কাটতে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে গত ১৬ এপ্রিল ভারতের বন বিভাগের সদস্যদের কাছে তাদের নৌকা আটক হয়। নৌকা আটক হওয়ার পর তারা গহীন বনে অবস্থান নেয়, বাড়িতে ফেরার জন্য মন্টু গাজীকে গাছের নিচে রেখে বাকী সদস্যরা অন্য নৌকা খুজতে যায়, পরবর্তীতে এসে দেখেন মন্টু গাজীকে বাঘে নিয়ে গেছে। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তারা বাড়িতে চলে আসে।
কিন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিহত মন্টু গাজীর ভাই আবুল হাসান পিতা সাবুত আলী গাজী উপকুলীয় প্রেসক্লাবের সহ সভাপতি , দৈনিক পত্রদূত পত্রিকার গাবুরা ইউনিয়ন প্রতিনিধি সংবাদ কর্মী মিজানুর রহমান মিজানকে ২ নং আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন যেটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
স্থানীয়দের দাবি উক্ত ঘটনার সাথে সংবাদ কর্মী মিজান কোনো প্রকার সম্পৃক্ততা নাই। সংবাদ কর্মী মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫