মাহমুদুল হাসান আলমগীর (দাকোপ)খুলনা প্রতিনিধি : দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনাসভা ও কেক কাঁটার মধ্যদিয়ে সংগঠনের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সদস্য ননী গোপাল মন্ডল।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রনজিত কুমার মন্ডল, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, অধ্যাপক দুলাল রায়, শেখ রফিকুল ইসলাম, রবার্ট জীবন্ত নাথ, কে এম কবীর হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, ইউপি আ.লীগ সভাপতি যথাক্রমে সরোজিত রায় কুঞ্জ, অধ্যাপক সুপদ রায়, অপরাজিত মন্ডল অপু, স্বপন কুমার সরকার, সৌদি আরবের তায়েফ জেলা আ.লীগের সহ-সভাপতি রাজ্জাক ফরাজি, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে মীর্জা সাইফুল ইসলাম টুটুল, মৃনাল মল্লিক, ক্ষিতিষ চন্দ্র রায়, নিত্যরঞ্জন কবিরাজ, জ্যোতিশংকর রায়, দেবপ্রসাদ দেবু সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর আবদুল গফুর সানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, পৌর কাউন্সিলর নাসিমা বেগম, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, শেখ জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, পাবক মিস্ত্রী, প্লাবন সরকার, সুরঞ্জন মন্ডল, কৃষক লীগের শেখ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার, অসিত বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, মাসুম হাওলাদার, রাজু বাছাড়,মাহমুদুল হাসান আলমগীর, ফিরোজ গাজী , মাসুম ফকির প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.