নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে স্মার্ট সেবা প্রদানের নিমিত্তে নিজস্ব সার্ভার উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে গতকাল ২০ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র ইউনিয়নের নিজস্ব সার্ভার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.