নিজস্ব প্রতিবেদকঃ
বজ্রপাত নিরোধে ১০ হাজার তালের চারা জেলাব্যাপী রোপনের উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। আজ দুপুর ১২ টায় শহরতলীর বাকালে অবস্থিত ডিসি ইকো পার্কে তাল গাছের চারা রোপণ করে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়।
উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, “বজ্রপাতে প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। বজ্রপাত নিরোধকল্পে জেলা ব্যাপী ১০ হাজার তালের চারা রোপণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি অচিরেই এর সুফল পাবে সাতক্ষীরাবাসী।”
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক প্রমুখ।
Leave a Reply