মোঃ নুরউল্লাহ হোসেন আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাটা খাল দেব্রতো এর বাড়ি থেকে অরুনের বাড়ি পর্যন্ত কাঁচা মাটির রাস্তায় ইটের সলিংয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আটুলিয়া ইউনিয়ন আওয়ামীঃ যুবলীগের আহবায়ক বিএম ওহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইসরাফিল হোসেন প্রমুখ।
দীর্ঘ ৫০বছর পর নতুন ইটের রাস্তা পেয়ে খুবই উৎফুল্ল এলাকাবাসী । এলাকাবাসী বলেন আমরা স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এরকম একজন জনপ্রতিনিধি পায়নি তাই এরকম জনপ্রতিনিধিকে আমরা সারাজীবন আমাদের পাশে রেখে দিতে চাই।
ছোট কুপট কাটাখাল সংলগ্ন ইটের সলিংরাস্তা উদ্বোধনকালিন সময় বি এম অহিদুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় এলাকাবাসীর আরও পাশে দাঁড়াতে পারি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.