দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটায় মসজিদে যাতায়াতের দীর্ঘদিনের রাস্তা বন্ধ করে সরকারি সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে শফিকুল গাজী ও তার দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। তারা সদর ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত ফজর আলির ছেলে। এলাকাবাসি জানায়, দাঁদপুর গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে সরকারি ভিপি সম্পত্তির ওপরের একটি রাস্তা বিগত প্রায় ৫০ বছর ধরে ব্যবহার করছেন এলাকাবাসি। প্রায় ৫ বছর আগে সেখানে একটি মসজিদও নির্মাণ করেন তারা। কিন্তু সম্প্রতি স্থানীয় মৃত ফজর আলির ছেলে তিন ছেলে শফিকুল গাজী, বাবুরালি গাজি ও আব্দুল জলিল গাজী গ্রামের মানুষের চলাচলের সরকারি জমির ওই রাস্তা বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। এতে এলাকার মুসল্লিরা বাদি হলে মুসল্লিদের পাশ্ববর্তী পুকুরের মধ্যে রাস্তা বানিয়ে তা দিয়ে চলাচলের পরামর্শ দিচ্ছেন একগুয়ে ওই তিন ভাই। মসজিদে যাতায়াতের জন্য সরকারি জমির ওই রাস্তা উন্মুক্ত রাখতে সোমবার এলাকার মুসল্লি ও সাবেক-বর্তমান জনপ্রতিনিধিরা অভিযুক্তদের অনুরোধ জানালেও তার্তে বিন্দুমাত্র কর্ণপাত করেননি অভিযুক্তরা। উপরন্তু জোরপূর্বক সরকারি জমিতে থাকা ৮টি মেহগনি গাছ কেঁটে ফেলেন তারা। পরে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল মকিত ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলো জব্দ রাখেন। এব্যাপারে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.