কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রার কোবাদক ফরেষ্ট স্টেশনের অধিনস্থ আড়পাঙ্গাশিয়া নদীতে অবৈধ আটন দিয়ে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ আটন সহ ১ টি নৌকা জব্দ করা হয়। গতকাল ১ জুন ভোর ৪ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কয়রা উপজেলার লোকা গ্রামের ইয়াহিয়া (৩০) মতিয়ার রহমান (৩১) ও দাকোপ উপজেলার খনা গ্রামের আরাফাত ফকির (২৬)। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.