মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করায় ২০ জন সিপিজি সদস্যকে পুরুস্কিত করলো খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান। বুধবার বেলা ১১ টায় সুন্দরবন কাশিয়াবাদ স্টেশন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে তাদের হাতে পুরুস্কাার হিসাবে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান। এ সময তিনি বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় সিপিজি সদস্যরা বিভিন্নভাবে বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করায় অনেক বন অপরাধীকারি সদস্যরা আটক হযেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যার ফলে তাদেরকে পুরুস্কিত করা হলো।আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রানী শিকারকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে তাদেরকে বন বিভাগের পক্ষ থেকে পুরুস্কিত করা হবে। পুরুস্কার বিতরন অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, নলিয়ান স্টেশন কর্মকর্তা তানজিলুর রহমান,বানিয়খালী স্টেশন কর্মকর্তা একেএম আবু সাঈদ, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী,দাকোপ- কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অসিত বরন মন্ডল, ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, রেঞ্জ স্টাফ মোঃ মেজবাউল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, সিএমসির সদস্য,সিপিজি সদস্য সহ ভিসিএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.