পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে উম্নুক্ত বাজেট ঘোষণা , বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে (বুধবার) বিকাল ৫ টার সময় শ্যামনগর উপজেলার ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্নুক্ত বাজেট ঘোষণা , বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবু অসীম মূধা মুন্সিগঞ্জ ইউনিয়নের সচিব মোহাম্মদ আসাদুল ফারুক সঞ্চালনায়।এসময় উপস্থিত ছিলেন,; মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান বাবু উৎপল জোয়ারদার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হাওলাদার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম পল্টু ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য উৎপল জোরদার প্যানেল চেয়ারম্যান ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজল কান্তি সরকার ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান গাজী ৭ং ওয়ার্ডের বারবার নির্বাচিত সদস্য মোঃ আনারুল ইসলাম ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাতক্ষীরা জজকোর্টের মুহুরী মোহাম্মদ আব্দুল জলিল গাজী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ১,২,৩ ইউপি সদস্যা নিপা রানী চক্রবর্তী ৪,৫,৬ ইউপি সদস্যা পলাশী রানী ৭,৮,৯ ইউপি সদস্যা মোসাম্মৎ রেহানা পারভীন এবং অত্র ইউনিয়নের এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উম্নুক্ত বাজেট ঘোষনায় সভাপতি তার বক্তব্যে বলেন-“মুন্সিগঞ্জ ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের মোট বাজেট রাজস্ব ৩৮৭৭১৭০টাকা উন্নয়ন বাজেট ২১৫৫১৪০০টাকা। তিনি আরো বলেন এবারের বাজেট জনবান্ধব বাজেট, এবারের বাজেট সর্বশ্রেনী পেশার মানুষের জন্য কল্যাণকর বাজেট। তিনি আরও বলেন-“বিগত দিনের অসম্পন্ন কাজগুলো এবার সম্পন্ন করে এই বাজেট অনুযায়ী মুন্সিগঞ্জ ইউনিয়নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাব এবং ডিজটাল ইউনিয়ন পরিষদ রুপান্তরিত করব।”
আলোচনা সভা শেষে বাজেট অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply